Posts

ফেসবুক প্রোফাইল পেজ এর নাম পরিবর্তন যেভাবে করবেন

 আসসালামু আলাইকুম। ফেসবুক প্রোফাইল পেজ এর নাম পরিবর্তন যেভাবে করবেন: ভিডিওতে ক্লিক করেও আপনারা সহজ উপায় দেখে নিতে পারেন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করা যায়। অনেকে আমরা এই সমস্যায় ভুগে থাকি। প্রথমে আপনাকে ফেসবুকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা একদম নিচে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় দেখতে পারবেন নামের অপশন আছে। নামের অপশনে ক্লিক করার পর আপনারা নামটাকে ইচ্ছেমতো এডিট করতে পারবেন তবে সাত দিনের আগে এই নামটা আর চেঞ্জ করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার পেজ এর নামটা যেন অন্য সবার থেকে আলাদা হয়। তাহলে সহজেই আপনার পেজটাকে যে কেউ সার্চ দিয়ে অনলাইনে খুঁজে পাবে। Tags: Facebook profile page name change, Facebook Bangla tutorial update, Facebook taka income, Facebook profile page naam parivartan, এক মিনিটেই ফেসবুকের প্রোফাইল নাম পরিবর্তন করুন,#rsuniquetech #rafanvlogbd 

মেমোরি হয়ে থাক (covid এর ইতিকথা)

Image
 জীবন সুন্দর সত্যিই অনেক সুন্দর। আমাদের ভাবনার থেকেও সুন্দর। #Alhamdulillah কভিড যখন শুরু হয় তখন আমার কোনো জব ছিলোনা। এতোটা ডিপ্রেসন এ থাকতাম তা বলে বুঝানো যাবে না। Covid এর একদিন এ তোলা ছবি।

কম্পিউটার অটো রিফ্রেশ দেওয়ার প্রসেস।

  কম্পিউটার অটো রিফ্রেশ দেওয়ার প্রসেস। ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে একটা কম্পিউটার কে অটো রিফ্রেশ দেওয়া যায় শুধু মাত্র কয়েকটা কোড ব্যবহার করে। আপনাকে বারবার কার্সরের ডান পাশ প্রেস করে রিফ্রেশ দিতে হবে না ।শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে পুরো কম্পিউটার রিফ্রেশ করতে পারবেন এ ভিডিওটি দেখে।

পিডিএফ থেকে ইমেজ

Image
 PDF হলো একটি ফরম্যাট। যার পূর্ণরূপ portable document format.১৯৯০ এর দিকে এটি আবিষ্কার হয়। পিডিএফ এর মাধ্যমে যেকোনো ছবি ,টেক্সট সংরক্ষণ করা হয়। যখন খুশি এটি এডিট করা যেতে পারে। পিডিএফ থেকে আমরা বিভিন্ন লেখা খুব সহজে পড়তে পারি। এটাতে লেখা গুলো খুব স্পষ্ট থাকে। তাই আমাদের পড়তে সুবিধা হয়। আমরা যারা স্টুডেন্ট আছি, বিভিন্ন ফাইল পিডিএফ আকারে থাকে আমাদের কাছে। আবার অনেক ছবি এবং সিগনেচার পিডিএফ থেকে ইমেজ কনভার্ট করতে হয়। তখন আমাদের যে সমস্যাটি সম্মুখীন হতে হয় তা হচ্ছে আমরা এই প্রসেস টি জানি না যার কারণে আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে থাকে। কিন্তু এই কাজটি খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনদিয়ে আপনি নিজেই করতে পারেন। এর জন্য কাউকে এক টাকাও দিতে হয় না। কিভাবে পরিবর্তন করবেন ইমেজে? প্রথমে আপনাকে যেকোন একটি ব্রাউজার এ যেতে হবে। ব্রাউজার এ গিয়ে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে PDF to image.  আপনার সামনে তখন অনেকগুলো অপশন চলে আসবে। তখন এখান থেকে আপনারা smallpdf অপশন টা তে ক্লিক করবেন। আপনাদের সামনে একটা নতুন অপশন চলে আসবে সেখানে লেখা থাকবে সিলেক্ট ইউর ফাইল। এখান থেকে আ...

মানুষ তার স্বপ্নের মত বড়

 আমি কখনো স্বপ্ন দেখিনা। এ কথাটা ভুল। আমি যেমন স্বপ্ন দেখেছি। ঠিক ঐরকম ভাবে আমি' কাজ করেছি। তারমানে আমি আমার স্বপ্নের মত বড়। আমার চিন্তা ভাবনার পরিসর খুবই অল্প। তাই আমার কাজের পরিসর ও অল্প একটু।  জ্যাক মা একটি কথা বলেছিলেন, "যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে, আর সেই স্বপ্নের জন্য যদি মরতে রাজি থাকো, তবে টাকার অভাব কোনও বাধাই হবে না" আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। কিন্তু স্বপ্ন দেখাটা আমাদের দরকার। আমি যদি স্বপ্ন দেখতে পারি তাহলে সেটা পূরণও করতে পারব। আমি যদি স্বপ্ন ই দেখতে না পারি তাহলে কাজ করবো কিভাবে? স্বপ্ন আমাদেরকে কাজ করার উৎসাহ যোগায়। #জ্যাক_মা_র_উক্তি #Tina's_creation #শাম্মী #shammi   

প্রেজেন্টেশন বা উপস্থাপনা

 বর্তমান বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রেজেন্টেশন এর বিকল্প আর কিছুই হতে পারে না। অর্থাৎ আপনি যত বেশি গুছিয়ে কোন একটা বিষয় সম্পর্কে মানুষকে ধারণা দিতে পারবেন এবং সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারবেন আপনি তত বেশি মানুষের কাছাকাছি যেতে পারবেন। মানুষকে আকৃষ্ট করার একটি বড় বিষয় হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন পোস্ট কী? প্রেজেন্টেশনের বাংলা হচ্ছে উপস্থাপনা অর্থাৎ কোন বিষয়কে খুব সুন্দর এবং গোছালোভাবে তুলে ধরাই হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য কি ধরনের টপিক বাছাই করব? প্রথমে আমি বলে নিচ্ছি প্রেজেন্টেশনের জন্য যে কোন টপিক আপনি বাছাই করতে পারেন। কিন্তু যখন আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য সে টপিকটা রেডি করবেন তখন অবশ্যই টপিকটা হতে হবে গোছালো এবং সবার বোধগম্য। আপনি এমন একটা টপিক বাছাই করলেন যেটা সম্পর্কে আপনার নিজেরও ধারণা নেই এবং অন্যদেরকেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারছেন না। এরকম টপিক বাছাই করা থেকে বিরত থাকবেন। প্রেজেন্টেশনের জন্য আমাদের যা যা জানা দরকার: প্রেজেন্টেশনের জন্য অবশ্যই আমাদেরকে গুছিয়ে কথা বলতে হবে। ভিডিও র মাধ্যমে কোন টপিক তুলে ধরা প্রেজেন্টেশন এর একটি প্রধান আকর্ষ...