মানুষ তার স্বপ্নের মত বড়

 আমি কখনো স্বপ্ন দেখিনা। এ কথাটা ভুল। আমি যেমন স্বপ্ন দেখেছি। ঠিক ঐরকম ভাবে আমি' কাজ করেছি। তারমানে আমি আমার স্বপ্নের মত বড়।

আমার চিন্তা ভাবনার পরিসর খুবই অল্প। তাই আমার কাজের পরিসর ও অল্প একটু। 

জ্যাক মা একটি কথা বলেছিলেন,

"যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে, আর সেই স্বপ্নের জন্য যদি মরতে রাজি থাকো, তবে টাকার অভাব কোনও বাধাই হবে না"

আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। কিন্তু স্বপ্ন দেখাটা আমাদের দরকার। আমি যদি স্বপ্ন দেখতে পারি তাহলে সেটা পূরণও করতে পারব। আমি যদি স্বপ্ন ই দেখতে না পারি তাহলে কাজ করবো কিভাবে? স্বপ্ন আমাদেরকে কাজ করার উৎসাহ যোগায়।

#জ্যাক_মা_র_উক্তি

#Tina's_creation

#শাম্মী #shammi 


 

Comments

Popular posts from this blog

ফেসবুক প্রোফাইল পেজ এর নাম পরিবর্তন যেভাবে করবেন

হাকালুকি হাওরের সৌন্দর্য