পিডিএফ থেকে ইমেজ
PDF হলো একটি ফরম্যাট। যার পূর্ণরূপ portable document format.১৯৯০ এর দিকে এটি আবিষ্কার হয়।
পিডিএফ এর মাধ্যমে যেকোনো ছবি ,টেক্সট সংরক্ষণ করা হয়। যখন খুশি এটি এডিট করা যেতে পারে।
পিডিএফ থেকে আমরা বিভিন্ন লেখা খুব সহজে পড়তে পারি। এটাতে লেখা গুলো খুব স্পষ্ট থাকে। তাই আমাদের পড়তে সুবিধা হয়।
আমরা যারা স্টুডেন্ট আছি, বিভিন্ন ফাইল পিডিএফ আকারে থাকে আমাদের কাছে। আবার অনেক ছবি এবং সিগনেচার পিডিএফ থেকে ইমেজ কনভার্ট করতে হয়। তখন আমাদের যে সমস্যাটি সম্মুখীন হতে হয় তা হচ্ছে আমরা এই প্রসেস টি জানি না যার কারণে আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে থাকে। কিন্তু এই কাজটি খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনদিয়ে আপনি নিজেই করতে পারেন। এর জন্য কাউকে এক টাকাও দিতে হয় না।
কিভাবে পরিবর্তন করবেন ইমেজে?
প্রথমে আপনাকে যেকোন একটি ব্রাউজার এ যেতে হবে। ব্রাউজার এ গিয়ে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে PDF to image.
আপনার সামনে তখন অনেকগুলো অপশন চলে আসবে। তখন এখান থেকে আপনারা smallpdf অপশন টা তে ক্লিক করবেন। আপনাদের সামনে একটা নতুন অপশন চলে আসবে সেখানে লেখা থাকবে সিলেক্ট ইউর ফাইল। এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের ফাইলে চলে যাবেন এবং নির্দিষ্ট পিডিএফ ফাইল টি ক্লিক করে এখানে নিয়ে আসবেন তারপর ওখান থেকে ইমেজ অপশনটিতে ক্লিক করে দিলে আর তাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি ইমেজ এ রূপান্তরিত হবে তখন আপনার ইচ্ছে গুলো এখান থেকে একটা করে ইমেজ ডাউনলোড করতে পারেন অথবা সম্পূর্ণ ভিডিওটি ইমেজ আকারে ডাউনলোড করতে পারেন। আপনাদের ডাউনলোডকৃত ছবিগুলো সব গ্যালারি তে জমা থাকবে।
#Tina's creation

Comments
Post a Comment