হাকালুকি হাওরের সৌন্দর্য
#আরিফা_মডেল
#৬৪_জেলা_পরিচিতি
পর্ব ৩
হাকালুকি হাওর (hakaluki haour)
সিলেট বিভাগ: সিলেট বিভাগে জেলা আছে ৫ টি।
সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা,সিলেট জেলা.
আজকে আমরা সিলেট জেলার ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে জানবো। সিলেট জেলার সৃষ্টি হয় ১৭৭২ খ্রিস্টাব্দে। চা শিল্পের জন্য সিলেট জেলা খুবই বিখ্যাত। তা ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সিলেট বিভাগে।
হাকালুকি হাওর সিলেট জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এবং এশিয়ার মধ্যে বৃহত্তম মিঠা পানির জলাভূমি। হাকালুকি হাওরে প্রতিবছর অনেক পানি জমে কারণ হাকালুকি হাওরের আশেপাশে অনেক পাহাড় রয়েছে। যেখান থেকে আকস্মিক বন্যা হয় । হাকালুকি হাওরে ২৪০ টি বিল রয়েছে। সিলেট ও মৌলভীবাজার এর 5 টি জেলা নিয়ে হাকালুকি হাওর বিস্তৃত রয়েছে। বর্ষাকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে, যা দেখার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে। নিজ চোখে এই বিলের সৌন্দর্য না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না। এর আয়তন ১৮,১১৫ হেক্টর। যতদূর চোখ যায় সব দিকে শুধু পানি আর পানি। আপনি যদি হাকালুকি হাওরের অরিজিনাল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই বর্ষার সিজনে আপনাকে আসতে হবে।
যাবেন কিভাবে?
ঢাকা থেকে হাকালুকি হাওরের দূরত্ব ২৬৩.৬ কি. মি। ঢাকা থেকে আপনাকে প্রথমে মৌলভীবাজার এর কুলাউড়ায় আসতে হবে। কুলাউড়া থেকে একশ থেকে দেড়শ টাকা ভাড়া নিবে হাকালুকি হাওরে যেতে।
Related Tags:
#Arifamodel #আরিফামডেল #DSB #digitalskillforbangladesh #শাম্মী #shammi #Tina'sCreation #হাকালুকিহাওর #সিলেট #পর্যটককেন্দ্র
#বাংলাদেশ #বিল #কুলাউড়া #মৌলভীবাজার
Comments
Post a Comment